সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / টি-টোয়েন্টিতে এখনও সঠিক কম্বিনেশন খুঁজছি: রিয়াদ
Bangladesh's captain Mahmudullah plays a shot during the second and final Twenty20 international cricket match against Sri Lanka in Slyhet, Bangladesh, Sunday, Feb. 18, 2018. (AP Photo/A.M. Ahad)

টি-টোয়েন্টিতে এখনও সঠিক কম্বিনেশন খুঁজছি: রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক: টেস্ট ও ওয়ানডেতে মোটামুটি ভালো করতে পারলেও টি-টোয়েন্টিতে খুবই খারাপ অবস্থা বাংলাদেশের। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে একের পর এক হেরেই চলেছে টাইগাররা। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, টি-টোয়েন্টি ফরম্যাটে দল এখনও সঠিক কম্বিনেশন খুঁজছে। ভালো কম্বিনেশন না পেলে সামনে আরও খারাপ অবস্থা অপেক্ষা করছে।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এক ওভারে ১৫ রান দেয়ার পরও আপনাকে উইকেট নিতে হবে। শ্রীলঙ্কার ওপেনিং বোলার রান দেয়ার পরও দুইটি উইকেট নিয়েছে। পাওয়ারপ্লেতে এটি তাদের সাহায্য করেছে।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ। উইকেট হারালেও আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের চড়াও হতে হবে। বোলারদের অবশ্যই ইনিংসের শুরুতেই উইকেট নিতে হবে। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচে টিকে থাকা কঠিন। ডেলিভারি বাউন্সার, ইয়র্কার অথবা স্লোয়ার হতে পারে। কিন্তু আপনাকে উইকেট নিতে হবে।’

তিনি বলেন, ‘দলে নতুন যারা জায়গা পেয়েছে সবাই সম্ভাবনাময়ী। আমি মনে করি, আমরা এখনও টি-টোয়েন্টিতে সঠিক কম্বিনেশন খুঁজছি। আশা করি, দ্রুত আমরা তা পেয়ে যাব। তাছাড়া টি-টোয়েন্টিতে আমাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে।’

গতকাল শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজটি শ্রীলঙ্কা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭৫ রানে হেরে যায় বাংলাদেশ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...