সর্বশেষ সংবাদ
Home / তথ্য ও প্রযুক্তি / তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করতে উদ্যোগ নিয়েছে ফেসবুক

তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করতে উদ্যোগ নিয়েছে ফেসবুক

সবার কাছে ফ্রি ইন্টারনেট পৌঁছে দিতে বদ্ধ পরিকর ফেসবুক। এজন্য রয়েছে ফেসবুকের ফ্রি বেসিকস। সম্প্রতি ব্যবহারকারীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করতে উদ্যোগ নিয়েছে ফেসবুক। ইতোমধ্যে বাংলাদেশসহ উন্নয়নশীল কয়েকটি দেশে চলছে ‘বুস্ট ইউর বিজনেস থ্রু ফেসবুক’ শীর্ষক প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় ইউরোপে নতুন তিনটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করার কথা জানিয়েছে ফেসবুক। আগামী দুই বছরের মধ্যে ১০ লাখ লোককে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউরোপে বর্তমানে নীতিনির্ধারকদের চাপের মুখে থাকা মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা স্পেন, পোল্যান্ড আর ইতালিতে তিনটি ‘কমিউনিটি স্কিলস হাব’ চালু করছে। সেইসঙ্গে ফ্রান্সে নিজেদের এআই গবেষণা কার্যালয়ে এক কোটি ইউরো বিনিয়োগ করছে।

ফেসবুকের অন্যতম শীর্ষ কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ রয়টার্স-কে বলেন, ‘ডিজিটাল বিপ্লব মানুষকে পেছনে ফেলে দিচ্ছে- এমন ধারণা নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে আছেন। আর আমরা নিশ্চিত করতে চাই যে, ডিজিটাল অর্থনীতিতে পুরোপুরি অংশ নিতে মানুষের যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন তা দিতে ডিজিটাল দক্ষতা খাতে আমরা বিনিয়োগ করছি।’

মুলত ডিজিটাল দক্ষতা, গণমাধ্যম শিক্ষা আর অনলাইন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেবে ফেসবুক।

স্যান্ডবার্গ বলেন, ‘অবশ্যই আমরা চাই মানুষ দেখবে আমরা স্থানীয়ভাবে বিনিয়োগ করছি, আমরা প্রযুক্তি খাতে বিনিয়োগ করছি, আমরা মানুষের জন্য বিনিয়োগ করছি।’

ইইউ কর বাড়ানোর জন্য যখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, ঠিক এমন সময়েই ফেসবুকের এই পদক্ষেপ নিল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রবাসে কোথায় আছেন? পরিবারকে জানাবে ইমো

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘শেয়ারিং ইজ কেয়ারিং’ এই ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি ...