সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / শেরপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত: কয়েক লাখ  পরিবার পানিবন্দি
oppo_0

শেরপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত: কয়েক লাখ  পরিবার পানিবন্দি

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি :
শেরপুরে একদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক লাক্ষ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তা ডুবে যাতায়াত বন্ধ হয়ে গেছে
ডুবে গেছে ধান খেত, ভেসে গেছে মৎস্য খামার। পানি উঠেছে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎ আকস্মিক বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে লোকজন। শ্রীবরদী   উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
তিনি বলেন, পানিবন্দি পরিবারের তালিকা করা হচ্ছে। সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে

শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, নালিতাবাড়ী,  ঝিনাইগাতী ও শ্রীবরদী  উপজেলার রানীশিমুল ইউনিয়ন ও সিংগবরুণা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। বালিজুড়ি, মালাকোচা, হালুয়াহাটি, বিলভরট, চক্রপুর, টেঙ্গরপাড়া, ভায়াডাঙ্গা বাজার, আশান্দিপাড়া, শিমুলকুচি, রানীশিমূল, কর্ণঝোড়া, মাটিফাটা, বড়ইকুচি সহ নালিতাবাড়ী  ও ঝিনাইগাতী উপজেলার  বিভিন্ন এলাকার মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে

oplus_0

ইতিমধ্যেই ভায়াডাঙ্গা বাজারের সাথে কর্ণঝোড়া, বালিজুড়ি ও ঝিনাইগাতির রাস্তা, ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ীর রাস্তা  সহ বিভিন্ন রাস্তা -ঘাট পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নালিতাবাড়ী, নন্নী,ঝিনাইগাতী, ধানশাইল  বালিজুড়ি, কর্ণঝোড়া ও ভায়াডাঙ্গা বাজারসহ সীমান্তবর্তী এলাকার  বিভিন্ন বাজারের  দোকানে পানি উঠে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও ঘরবাড়ি, ফসলি জমি, সবজি ক্ষেত, মৎস্য খামার, পুকুর, পোল্ট্রি খামার সহ বিভিন্ন মালামাল পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐসব এলাকার লোকজন গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন।শ্রীবরদীর হালুয়াহাটি গ্রামের কাশেম মিয়া বলেন, ভোরে হঠাৎ বাড়ি উঠানে পানি দেখতে পায়। দুপুরের দিকেই একমাত্র থাকার বসত ঘরটি প্রায় তলিয়ে গেছে।
টেঙ্গরপাড়া গ্রামের মৎস্য খামারি সৈয়দ আব্দুল বাকী গালেব বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে মৎস্য খামার করেছিলাম। কিন্তু আকস্মিক বন্যায় দুই একর জমির খামারের মাছ ভেসে গেছে। ভায়াডাঙ্গা বাজারের বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী মো: ফজলুল হক বলেন আকষ্মিক বন্যায় আমার দোকান ও গোডাউনে পানি উঠেছে। এতে কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে
শ্রীবরদী উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ৫০টির অধিক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে তারা। শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবারিনা আফরিন বন্যকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বলেন, ১ হাজার ৩৫০ হেক্টর জমির আমন ধান ও ৬১ হেক্টর জমির সবজি খেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়াও ১ হাজার ১৮৫ হেক্টর আমন ধান ও ৬৪ হেক্টর জমির সবজি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবে সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...