সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / বৈষম্যবিরোধী সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল
Oplus_0

বৈষম্যবিরোধী সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল

 

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে তদন্ত করতে আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল।

প্রাথমিকভাবে এক মাস তদন্ত করবে তথ্যানুসন্ধান দলটি। প্রয়োজনে আরও কদিন থাকতে পারে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আট সদস্যের তথ্যানুসন্ধান দলের মধ্যে দুজন সদস্য ঢাকায় আসছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছাবেন আরও তিনজন সদস্য। মূলত মঙ্গলবারেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় চলে আসবেন।

তদন্ত দলের সদস্যরা বাংলাদেশের ৮টি বিভাগীয় শহর পরিদর্শন করবেন। তারা সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবেন। এছাড়া বিভিন্ন ধরনের তথ্য ও উপাত্ত সংগ্রহ করবেন।

জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটি এক মাস বা তার বেশি সময় ধরে এই তদন্ত করবে, বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর আগে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকায় সফর করেছিল।

শেখ হাসিনা ৫ আগস্ট দেশের বাইরে চলে যাওয়ার পর, ৮ আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই তারা জুলাই ও আগস্টের সহিংসতার ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেয়।

এ লক্ষ্যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে একটি চিঠি লিখেছিলেন।

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...