সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প  নাই:মাওলানা আবুল কাশেম 
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 43;

ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প  নাই:মাওলানা আবুল কাশেম 

মোঃ এমদাদুল হক, জামালপুর সদর উপজেলা প্রতিনিধি
ঐক্যবদ্ধ  হন,ঐক্যবদ্ধ  হওয়ার বিকল্প নাই। জামালপুরে সকল ওলামা মশায়েখ  গণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামালপুর ওলামা মশায়েখ ঐক্য পরিষদের সভাপতি  মাওলানা আবুল কাশেম।  ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রীস্টাব্দে বেলা ১২ঃ০০টায় রোজ বুধবার  জামালপুর মডেল  মসজিদ প্রাঙ্গণে  জামালপুর  ওলামা মশায়েখ ঐক্য পরিষদের  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবুল কাশেম  এর সভাপতিত্বে  জামালপুরের ওলামা মশায়েখ  ঐক্য পরিষদের  নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা সকলে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামালপুরের সকল ওলামা মশায়েখ গণকে। তারা একই প্লাটফর্মে থেকে কাজ করতে চান। তবে তারা মাওলানা  আবুল কাশেম সাহেবকে নিয়ে ঐক্য বদ্ধ  ভাবে বাংলাদেশ হেফাজতে  ইসলামের  কমিটি  গঠন করার কথা বলেছেন। তারা বলেন,  হেফাজতে ইসলাম এর সেই সময় শাপলা চত্বরে  আন্দোলন সংগ্রামে অনেক  নেতাকর্মী  আহত ও নিহত হয়েছে। সেই  আন্দোলন সংগ্রামে মাওলানা আবুল কাশেম  এর  নামে মামলা হামলা হয়েছে, তিনি ওলামা মশায়েখ  এর সকল বিপূ আপদে পাশে থেকেছেন। তাই এমন ব্যাক্তিকে বাদ রেখে জামালপুরে হেফাজতে ইসলামের কমিটি হতে পারে না। তবে মাওলানা আবুল কাশেম বলেন, আমি ঐক্য  চাই, সকলে ঐক্য বদ্ধ হন। আমরা সবাই এক প্লাটফর্ম  এ থেকে মিলে মিশে হেফাজতে ইসলামের কমিটি গঠন করা  সম্পর্কে  মতামত প্রদা করছি।এতে যদি আমাকে বাদ রেখে কমিটি করা হয় তা হলে আমার কোন আপত্তি  থাকবে না। সব শেষে সকলের  মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
জামালপুর  ওলামা মশায়েখ  ঐক্য  পরিষদের সভাপতি মাওলাবা আবুল কাশেম

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...