সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ভারতে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা যে কোন মূহুর্তে
Oplus_0

ভারতে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা যে কোন মূহুর্তে

 

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে এরইমধ্যে রোহিত শর্মা-বিরাট কোহলিদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিসিআই।

এই সিরিজকে সামনে রেখে মাঠের প্রস্তুতি শুরু করলেও এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ। কবে নাগাদ ঘোষণা হতে পারে স্কোয়াড, এবার জানা গেল সেই তথ্য।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাক জানান, দল প্রস্তুত আছে, অপেক্ষা শুধু বিসিবির গ্রিন সিগনালের।

জানা গেছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এসিসির সভায় যোগ দিতে দুবাই গেছেন। ফিরবেন আজ। ধারণা করা হচ্ছে বোর্ড প্রধান ফিরেই হয়তো টেস্ট দল অনুমোদন করবেন।

সেই হিসেবে আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দল ঘোষণা করতে পারে নির্বাচকরা। অবশ্য পাকিস্তান সিরিজের বেশিরভাগ ক্রিকেটারই যে এই দলে থাকবেন, তা তো একপ্রকার নিশ্চিত। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম পাকিস্তান সিরিজে প্রত্যাশা পূরণ করেছেন। তাই স্বাভাবিকভাবেই থাকছেন তারা।

এছাড়াও স্কোয়াডে বাড়তি ওপেনার হিসেবে রাখা হতে পারে মাহমুদুল হাসান জয়কে। একাদশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানাদের থাকা প্রায় নিশ্চিত।

ব্যাক আপ স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি। নতুন করে কোনো ক্রিকেটার চোটে না পড়লেইে এরাই থাকতে যাচ্ছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে ক্রিকেটাররা।

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...