সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / অর্থপাচার মামলা: বিএনপির ৮ নেতাকে অব্যাহতি
Oplus_0

অর্থপাচার মামলা: বিএনপির ৮ নেতাকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার:

বিএনপির শীর্ষ ৬ নেতাসহ ৮ জনকে অর্থপাচারের অভিযোগ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অব্যাহতি দিয়েছে। শনিবার দুপুরে দুদক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থপাচারের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়্যারম্যান আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এছাড়া অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন, সাবেক শীর্ষ নেতা এম মোর্শেদ খান এবং আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও তাফসির আউয়াল।

দুদক জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...