সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / শান রাজ্যে মিয়ানমার জান্তার অতর্কিত বিমান হামলা, নিহত ১৯
Oplus_0

শান রাজ্যে মিয়ানমার জান্তার অতর্কিত বিমান হামলা, নিহত ১৯

 

আন্তর্জাতিক ডেস্ক:

চীনা সীমান্তের কাছে জাতিগত সশস্ত্র বাহিনীর দখল করা শান রাজ্যের একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) শিবিরে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব হামলা চালানো হয়েছে। পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এসব হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।

টাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, উত্তর শান রাজ্যের মুক্ত শহরগুলোতে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে ভারী বোমা ফেলে যুদ্ধাপরাধ করছে জান্তা বাহিনী।

টিএনএলএ বলছে, শুক্রবার রাত দেড়টায় নামখাম শহরে চীনা সীমান্তের কাছে জান্তার বাহিনীর যুদ্ধ বিমান থেকে ৫০০ পাউন্ডের দুইটি বোমা ফেলা হয়েছে।

এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু ও একজন অন্তঃস্বত্ত্বা নারী ছিল। এছাড়া এতে আহত হয়েছে আরও ১১ জন।

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩

  আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র ...