সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / যশোর ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর, হামলা চালিয়ে ফুলের ডালি তছনছ

যশোর ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর, হামলা চালিয়ে ফুলের ডালি তছনছ

নিজস্ব প্রতিনিধি যশোর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোর শহরের বকুলতলা মোড়ে হামলায় ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  গত (১৫ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংক্ষিপ্ত আয়োজনে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর জেলা আওয়ামী লীগ,সদর শহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ম্যুরাল ত্যাগ করার পর সেখানে হামলা চালিয়ে শ্রদ্ধাঞ্জলির ফুল তছনছ করেছে একদল বিক্ষোভকারী। নির্যাতিত ছাত্র-জনতা’র ব্যানার নিয়ে এই হামলা চালানো হয়।
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে  গত (১৫ আগস্ট) বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে সংক্ষিপ্ত পরিসরে ‘জাতীয় শোক দিবস’র কর্মসূচি গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ম্যুরাল ত্যাগ করার পর টাউন হল ময়দান থেকে ‘নির্যাতিত ছাত্র-জনতা’র ব্যানারে একটি মিছিল বঙ্গবন্ধু ম্যুরালে উপস্থিত হয়। এই মিছিল থেকে শ্রদ্ধাঞ্জলির ফুল নিয়ে ভেঙ্গে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। এছাড়া, এদিন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হত দ্ররিদ্যদের   বিতরণের জন্য খিচুড়ির ডেগও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার পরে যশোর শহরের বকুলতলা মোড় ৫ আগস্টের পর হামলায় ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে সমবেত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ যশোর জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের ব্যানারে ম্যুরালের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাস, অ্যাড. মোহাম্মদ আলী রায়হান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য মোবাশ্বের হোসেন বাবু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যো¯œা আরা মিলি, মহিলা আওয়ামী লীগ নেতা হাজেরা পারভীন, জেলা যুবলীগ নেতা আজহার হোসেন স্বপন, মইনুদ্দিন মিঠু, কেরামত আলী মোল্লা, সদর মহিলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারা বেগম, শহর আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, শহর স্বেচ্ছাসবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, আওয়ামী লীগ নেতা সৈয়দ কবির হোসেন জনি, আক্তারুজ্জামান আনোয়ার, রাসেল রানা, আবুল খায়ের, লোকমান হোসেন, মনিরুজ্জামান মনি, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির, সাবেক ছাত্র নেতা রাজু আহমেদ, আরাফাত রহমান বাসিত, এস এম রয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, যশোর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, মাস্টার কামরুজ্জামান, আবুল ফজল মিলন, সাগর খন্দকার প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...