সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / টাঙ্গাইলে বিএনপির দুইদিনের অবস্থান কর্মসূচী

টাঙ্গাইলে বিএনপির দুইদিনের অবস্থান কর্মসূচী

এস আলম ,টাঙ্গাইল প্রতিনিধি :
ছাত্র-জনতার উপর গুলি, গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে টাঙ্গাইল জেলা বিএনপি দুই দিনের অবস্থান কর্মসূচীর ঘোষণা করেছে।
এ উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে
জেলা বিএনপি আয়োজনে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনের   অবস্থান কর্মসূচি হাতে নিয়েছেন। এসময় তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন ।
জেলা বিএনপির সভাপতি
হাসানুজ্জামীল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনিরসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাবৃন্দগণ।
আয়োজকরা জানান,জেলা বিএনপির
অবস্থান কর্মসূচি ঘোষণা অনুযায়ী এ দুদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে।
এদিকে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করতে সকাল থেকেই তৃণমূল  বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হন ।
সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলে এখনো বিভিন্ন বিভিন্ন মহল্লা মহল্লায় সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে।  প্রশাসনকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ৭ ঘন্টা সময় দিলাম। এই ৭ ঘন্টা সময়ের মধ্যে টাঙ্গাইল থেকে এসব সন্ত্রাসীদের বিতাড়িত করা না হয় এর জবাব বিএনপির সকল নেতাকর্মীরা দিবে।
এসময় বক্তারা আরো বলেন, শেখ হাসিনা যে সমস্ত ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ খুন করেছে সেই হত্যার বিচার করতে হবে। তারা আরও বলেন, ভারতে বসে যত বুদ্ধি পাকান না কেন তা আমরা প্রতিহত করবো। সাধারণ ছাত্রদের ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে এই অবৈধ হাসিনা সরকারের পতন ঘটেছে

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...