সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নরসিংদীর মনোহরদীতে আনসার সদস্যদের হাতে ডাকাত সন্দেহে আটক-৩

নরসিংদীর মনোহরদীতে আনসার সদস্যদের হাতে ডাকাত সন্দেহে আটক-৩

 

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে আনসার ভিডিপির সদস্যরা।

শনিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার হেতেমদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার।

আটককৃতরা হলেন, মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া, দৌলতপুর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন এবং কির্ত্তীবাসদী গ্রামের মো. আল-আমিন হোসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। ভোর ৫ টার দিকে হেতেমদী পেট্রোল পাম্পের কর্মচারীরা তিনজনকে সন্দেহভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। পরে টহলরত আনসার সদস্য শুকুন্দী ইউনিয়ন দলনেতা মো. বুরুজ মিয়া, পৌরসভা ওয়ার্ড দলনেতা মো. মামুন মিয়া, সহকারী আনসার কোম্পানি কমান্ডার মো. দুলাল মিয়া, চন্দনবাড়ী ইউনিয়ন আনসার কমান্ডার মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তাদেরকে থানা হাজতে আটক রাখা হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আনসার ভিডিপি সদস্যরা সড়কে ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি রাতে দূরপাল্লার গাড়ির নিরাপত্তা নিশ্চিতে টহল দিয়ে যাচ্ছে। শনিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন এলাকায় চুরি করে বলে স্বীকার করেছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...