সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / জয়পুরহাটে আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ

জয়পুরহাটে আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ

জয়পুরহাট থেকে কাজী রেজওয়ান হোসেন সানঃ

আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে এমপি সহ আহত হয়েছেন প্রায় ২০ জন।

আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আওয়ামী লীগের জয়পুরহাট জেলা কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এ সময় অফিসে জয়পুরহাট সদর-১ আসনের এমপি এ্যাড সামছুল আলম দুদু আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা ও কর্মীদের নিয়ে অবস্থান করছিলেন।
সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে আসলে পুলিশ বাঁধা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অফিসের ভিতর এবং বাহিরে অবস্থান করছিল। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আওয়ামী লীগের নেতা ও কর্মীদের দিকে পাথর মারতে থাকে। এ সময় এমপি দুদু সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের একাংশ অফিসের ভিতরে গেট লাগিয়ে দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অফিসের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাংচুর ও এমপি দুদু সহ অন্য নেতা কর্মীদের মারতে থাকে এবং আসবাপত্রে আগুন লাগিয়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা এরপর জয়পুরহাট স্টেশনের ফুলতলিতে ছাত্রলীগের অফিসে এসে ভাংচুর করে। আহত আওয়ামী লীগের নেতা কর্মীদের চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...