সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, আহত ২৪
Oplus_0

চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, আহত ২৪

 

চট্টগ্রাম অফিসঃ

চট্টগ্রামে অসহযোগ আন্দোলন ঘিরে নিউমার্কেট এলাকায় সরকারদলীয় নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ৬০ জন আহত হয়েছেন।

এর মধ্যে ২৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন আলাউদ্দিন (২৬), সোহরাব (২২) ও মো. ফারুক (২৫)। এই তিনজনের কেউ ছাত্র নন বলে জানা গেছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আহতরা নগরের নিউমার্কেট এলাকা থেকে আহত হয়ে হাসপাতালে আসেন।

বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় গুলি ছোড়া হয়। দুপর ১২টার দিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের একপর্যায়ে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় অবস্থান নেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। তবে সোয়া ১১টার দিকে সিটি কলেজের সামনের এলাকা থেকে সরকার-সমর্থক একদল যুবক হঠাৎ বিক্ষোভকারীদের ওপর হামলা শুরু করেন।

এ সময় গুলির শব্দ শোনা যায়। বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

থানা থেকে যুবলীগ কর্মীর পলায়ন, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

  ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি): চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে হত্যাসহ একাধিক ...