সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / ঢাকা-আরিচা মহাসড়কে হাজারো শিক্ষার্থীর অবস্থান
Oplus_0

ঢাকা-আরিচা মহাসড়কে হাজারো শিক্ষার্থীর অবস্থান

 

জাবি সংবাদদাতাঃ

এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (০৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর একটায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

খুলনায় আওয়ামী লীগ অফিস দখল, আগুনখুলনায় আওয়ামী লীগ অফিস দখল, আগুন
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাভার-আশুলিয়ার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে তারা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গণভবন জনগণের ভবন, কোনো স্বৈরাচারীর অবস্থান সেখানে হবে না।

জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। তাই সকল মানুষকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...