সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / ঢাবি-শাহবাগ আন্দোলনকারীদের দখলে
Oplus_0

ঢাবি-শাহবাগ আন্দোলনকারীদের দখলে

 

বিডি বাংলা ডেস্কঃ

সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে ছাত্র-নাগরিকের ঢল নেমেছে। রোববার (৪ আগস্ট) সকাল ৯টা থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।

এসময় সকলেই ‘ভুয়া ভুয়া’ ধ্বনি উঠিয়ে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। শাহবাগে ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপস্থিত থাকলেও ছাত্র-নাগরিকের জমায়েত দেখে তারা শাহবাগ ছেড়ে পালিয়ে যান।

এসময় ছাত্র-নাগরিক– দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ; ছাত্রলীগ ভুয়া লেগেছে রে রক্তে আগুন লেগেছে; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সরেজমিন দেখা যায়, ছাত্র-নাগরিকের একটি মিছিল চকবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ যাচ্ছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পুলিশের গাড়ি দেখলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের পিছু হটিয়ে দেন। দুপুর ১২ টার দিকেও বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা শাহবাগ জড়ো হচ্ছিলেন।

শাহবাগে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ছাত্রলীগ শাহবাগে অবস্থান নিচ্ছিলেন। এরপর ছাত্র-নাগরিকের মিছিল দেখে তারা পিছু হটে যান। পিজি হসপিটালে ঢুকে আন্দোলনকারীদের উপর তারা ইট-পাটকেল ছুড়লে আন্দোলনকারীরা হসপিটালের ভিতরে ঢুকে পড়েন।

ছাত্রলীগের নেতাকর্মীদের ইট-পাটলেন মারতে থাকেন তারা। এরপর আন্দোলনকারীরা শাহবাগ মোড় চলে আসলে আবারো তাদের উদ্দেশ্য করে ভিতর থেকে ছাত্রলীগ ইট-পাটকেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ জনতা ভেতরে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করলে তারা পালিয়ে যান।

এসময় ভিতরে থাকা সবকয়টি বাস ভাঙচুর করেন তারা। একটি বাসেও আগুন ধরিয়ে দেন।

চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, আহত ২৪চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, আহত ২৪
ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা এক দফা দাবিতে এখানে সমবেত হয়েছি। সরকার পদত্যাগের এক দফা দাবি।

আমাদের দাবি পূরণ হলেই কেবল আমরা ঘরে ফিরবো। এখানে ছাত্রলীগের উস্কানিতেই শিক্ষার্থীরা পিজি হসপিটালে ইট-পাটকেল ছুড়লে এখানকার কিছু ক্ষয়ক্ষতি হয়। ভিতরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া একদমই ঠিক হয়নি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...