সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / যশোর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ও সড়ক অবরোধ

যশোর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ও সড়ক অবরোধ

 

নিজস্ব প্রতিনিধিঃ

গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এই সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় যশোর সদর পালবাড়ি মোড়ে জমায়েত হয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এরপর বেলা ১২টার দিকে যশোরে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে যশোর সদর শহরের পালবাড়ি মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। দুপুর ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।

শিক্ষার্থীদের নেতারা বলেন, এখন তাদের একটাই দাবি সরকারের পদত্যাগ।

সারা দেশের মানুষ তাদের সাথে আছে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারা এ আন্দোলন অব্যাহত রাখবেন।

মিছিলটি যশোর ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে সদর চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর দুপুর ১টার সময় থেকে ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তিনটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...