সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / বিভিন্ন স্থানে বিক্ষোভ–প্রতিবাদ, উত্তরায় পাল্টাপাল্টি ধাওয়ায় আজ উত্তাল ছিল রাজধানী
Oplus_0

বিভিন্ন স্থানে বিক্ষোভ–প্রতিবাদ, উত্তরায় পাল্টাপাল্টি ধাওয়ায় আজ উত্তাল ছিল রাজধানী

 

বিডি বাংলা ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিলে আজ আবারও উত্তাল ছিল রাজধানী।

উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে আজ শুক্রবার (২ আগস্ট)।

ছাত্রহত্যার বিচার, গুম-খুন বন্ধসহ ৯দফা বাস্তবায়নে উত্তরায় শিক্ষার্থীরা গণমিছিল করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ বলছে, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগও।

এদিকে সাইন্সল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজসহ আশেপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। যোগ দেয় অভিভাবকরাও।

দুই ঘণ্টা সাইন্সল্যবরেটরি মোড় অবরোধ শেষে শিক্ষাথীর্দের মিছিল অবস্থান নেয় শাহবাগে। এতে বন্ধ হয়ে পড়ে শাহবাগের সড়ক।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দোয়া শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ-মিছিল করেছ ছাত্র-জনতা। শিক্ষার্থীদের কর্মসূচীতে সমর্থন জানিয়ে যুক্ত হয় মাদ্রাসা শিক্ষার্থীরাও।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...