সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুর(রংপুর)  প্রতিনিধি :

 

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের  আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়। পরে রেলির শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জাকির হোসেন সরকার। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান প্রমুখ। জাতীয়  মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে সরকারী বেসরকারী কর্মকর্তা, উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতি সভাপতি -সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে  ভাতার বই বিতরণ

মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি :   রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ...