সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / আগামীকালের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে : আইনমন্ত্রী

আগামীকালের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে : আইনমন্ত্রী

 

সদরুল আইনঃ

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামীকালের (বুধবার) মধ্যে নির্বাহী আদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় গতকাল সোমবার রাতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল একমত হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...