সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / মিঠাপুকুরে সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে  ভাতার বই বিতরণ

মিঠাপুকুরে সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে  ভাতার বই বিতরণ

মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি :

 

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে ২০২৩-২৪ অর্থ বছরের সুবিধা বঞ্চিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জাকির হোসেন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ। মিঠাপুকুর উপজেলা ১৭ টি ইউনিয়নের বয়স্ক-৪৩৫ জন, বিধবা-৫৫৩ ও প্রতিবন্ধী-৩ হাজার ২ শত ২৩ জন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মোট ৪ হাজার ২শত ১১ জনের মাঝে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদে  উপকারভোগীদের ভাতার বই বিতরণ করা হবে

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ  ও গাছের চারা বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি :   “শান্তি শৃঙখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই প্রতিপাদ্য বিষয়কে ...