সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / সিলেট বিভাগ / সাতছড়িতে শূন্যের কোঠায় পর্যটন স্বস্তিতে বন্যপ্রাণীরা 

সাতছড়িতে শূন্যের কোঠায় পর্যটন স্বস্তিতে বন্যপ্রাণীরা 

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
চলমান পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি ও সাধারণ ছুটি ঘোষণায় হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এখন পর্যটকশূন্য। তবে পর্যটকের হইহুল্লোড় ও ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বস্তিতে রয়েছে বন্যপ্রাণীরা। এছাড়া চলতি মাস থেকে ৩৫ টাকার টিকিট ১১৫ টাকা করায় কমে যায় পর্যটক সংখ্যা সূত্র জানায়, উদ্যানে বন ফাঁকা, গাছ উজাড় হওয়ায় বন্যপ্রাণীর খাদ্য ও বাসস্থান সংকটে পড়েছে। তাছাড়া বনের ভেতর দিয়ে সড়ক পথ থাকায় মারাত্মক ঝুঁকির মধ্যে বন্যপ্রাণী। খাবারের সন্ধানে বানর, শূকরসহ নানা প্রজাতির বন্যপ্রাণী লোকালয়েও হানা দিচ্ছে। বানরের উৎপাতে নানা সময়ে পর্যটকরাও আতঙ্কে থাকেন।
তবে চলমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ও সাধারণ ছুটি থাকায় বন্ধ রয়েছে সাতছড়ি উদ্যানের গেট। পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। সড়কপথে যান চলাচলের পরিমাণও কম। ফলে বন্যপ্রাণীর অবাধ চলাচলে নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেব বর্মা বলেন, এখন পর্যটক নেই, মানুষের হইহুল্লোড়ও নেই। এটি বন্যপ্রাণীর জন্য স্বস্তির পরিবেশ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাতছড়ি বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, চলমান পরিস্থিতিতে উদ্যানের গেট বন্ধ রয়েছে। তাছাড়া পর্যটকরাও আসতে দেখা যায়নি। পর্যটক শূন্য ও যান চলাচল কম থাকায় বন্যপ্রাণীর মধ্যে স্বস্তিবোধ হওয়াটাই স্বাভাবিক।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সুরমার পানি বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে

  বর্তমান দেশবাংলা রিপোর্ট: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ...