সর্বশেষ সংবাদ
Home / শিক্ষা / ‘রাজাকার’ দাবি করা শিক্ষার্থীদের পাঠদান না করার ঘোষণা শিক্ষকের

‘রাজাকার’ দাবি করা শিক্ষার্থীদের পাঠদান না করার ঘোষণা শিক্ষকের

 

বর্তমান দেশবাংলা ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ঘোষণা দিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনে নিজেদের ‘রাজাকার’ দাবি করা শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান করবেন না।

মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন ঘোষণা দেন মশিউর রহমান।

তিনি লিখেন ‘যে শিক্ষার্থীরা নিজেকে রাজাকার দাবি করে স্লোগান দেয় সেই শিক্ষার্থীদের আমি ক্লাসে পাঠদান করবো না।’

শিক্ষকের এমন পোস্টে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। মুহূর্তেই নানা বিদ্রুপ মূলক বাক্য দিয়ে শেয়ারও হতে থাকে পোস্টটি।

মিজানুর রহমান নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘চেতনা বিক্রি করা শিক্ষক নামে কলঙ্ক!! আপনার মতো শিক্ষকের কাছে ছাত্ররা কী শিখতে পারবে, সেটা জাতি বুঝে গেছে!’

শেখ সালমান নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘আপনার কাছ থেকে কোনো শিক্ষার্থী শিক্ষাগ্রহণের কিছু নেই।’

আরসেল আজিম সিদ্দিক নামের একজন মন্তব্য করেন, ‘যাক আপনি জাতির শ্রেষ্ঠ শিক্ষক। আপনার থেকে জাতির বীর শিক্ষকদের অনেক কিছু শেখার আছে। গর্ব হচ্ছে আপনি যাদের জ্ঞানদান করেন তাদের জন্য।’

উল্লেখ্য, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’।

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। এবার সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না:ঢাবি শিবির সেক্রেটারি

  স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল ...