সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / অবৈধ বিয়ের মামলা থেকে খালাস পেলেন ইমরান দম্পতি

অবৈধ বিয়ের মামলা থেকে খালাস পেলেন ইমরান দম্পতি

 

বর্তমান দেশবাংলা ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা খানকে অবৈধ বিয়ের মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির এক আদালত।

পিটিআই ও ইমরান খানের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) আফজাল মাজোকা ইমরান দম্পতিকে খালাসের রায় দিয়েছেন।

শনিবার (১৩ জুলাই) পাকিস্তানের ওই আদালত বলেছেন, ‘যদি অন্য কোনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না থাকে, তাহলে ইমরান খান এবং বুশরা বিবিকে অবিলম্বে (কারাগার থেকে) মুক্তি দেওয়া উচিত।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের নির্বাচনের আগে এই দম্পতিকে অবৈধ বিয়ের মামলায় সাত বছরের জেল দেওয়া হয়। সেইসময় ওই আদালত রায় দিয়েছেন যে, ২০১৮ সালে আধ্যাত্মিক পরামর্শদাতা বুশরা বিবির সঙ্গে ইমরান খানের যে বিয়ে হয়েছে, তা ছিল অনৈসলামিক এবং অবৈধ।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমানে এই রাজনীতিবিদকে ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩

  আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র ...