সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / নরসিংদীর মাধবদীতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

 

নরসিংদীর মাধবদীতে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে গত মঙ্গলবার নরসিংদীর মাধবদী ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো- মাধবদী থানার পাথরপাড়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), একই এলাকার বকুল মিয়ার ছেলে মো. হৃদয় (২৭), মৃত ইমান আলীর ছেলে নবী হোসেন (৩৫) ও বালুসাইর গ্রামের মুকসেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)।

 

গ্রেপ্তারের পর আদালতে নেয়া হলে ওই চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৫ জুন নরসিংদীর মাধবদীর মদনপুর রোডের ৫নং ব্রিজ এলাকার ধামের ভাওলা এলাকার কাঁচা রাস্তার পাশের একটি বড়ই গাছের সাথে গামছা দিয়ে শ্বাসরোধ করে রিকশাচালক নূরুল ইসলাম (৫০) কে হত্যা করা হয়।

 

এসময় তার ব্যাটারি চালিত রিক্সাটি ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরদিন সকাল ৬টার দিকে ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নূরুল ইসলাম (৫০) মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

গত ১৯ জুন নিহত নূরুল ইসলামের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামা আসামী করে মাধবদী থানায় মামলা করেন।

 

পরে পুলিশ জড়িত আসামিদের তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্তকরণ ও ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিক্সা উদ্ধার ও আসামী গ্রেপ্তারে অভিযান শুরু করে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

এই রাজশাহী অফিস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার দায়ে গণপিটুনিতে ...