সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / বেনাপোল দিয়ে আমদানি হলো ভারত থেকে বিশেষ সামরিক যান

বেনাপোল দিয়ে আমদানি হলো ভারত থেকে বিশেষ সামরিক যান

আনোয়ার হোসেন – নিজস্ব প্রতিনিধি::

বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বাড়াতে ভারত থেকে আমদানি করা হয়েছে ১১টি ‘মাইন প্রটেকটেড ভেহিকেল’।

গত মঙ্গলবার (৯ই জুলাই) বিকেলএ ভারতের পেট্রাপোল স্হল বন্দর হয়ে এইসব মাইন প্রটেকটেড ভেহিকেল বেনাপোল স্হল বন্দরে প্রবেশ করে। বুধবার (১০ই ‍জুলাই) বেনাপো স্হল বন্দর থেকে ভেহিকেলগুলো খালাস করা হবে। এদিকে যানবাহনগুলোর সুরক্ষায় জন্য বেনাপোল স্হল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা যায়, এই যানগুলো বুলেট প্রুফ। এই প্রথম বেনাপোল স্হল বন্দর দিয়ে এই ধরনের সামরিক যান আমদানি করা হলো।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্হল বন্দরের পরিচালক রেজাউল করিম। মাইন প্রটেকটেড ভেহিকেল দেখতে উৎসুক জনতা। সীমান্তে ভিড় করে।

বাংলাদেশ সেনাবাহিনীর তথ্যমতে, দেশে এর আগেও মোট ২০৫টি  মাইন রেজিস্ট্যান্ট আ্যমবুশ প্রটেকটেড ভেহিকেল কেনা হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৪ অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭ তম।কাগজপত্রে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেলের আমদানিমূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ ৫ হাজার ৩৯ মার্কিন ইউএস ডলার।

বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি।বেনাপোল স্হল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, আমদানি করা মাইন প্রটেকটেড  ভেহিকেল গুলো বন্দরের হেফাজতে রাখা আছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুত খালাস করার কাজে বেনাপোল স্হল বন্দর কৃতপক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...