সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / “মনের বাড়ি”

“মনের বাড়ি”

“মনের বাড়ি”
-শরীফা ইসলাম রানী

জীবনের উদ্বর্ত প্রহসনে
সাজিয়ে উঠা শত বাড়ি,
বালু সিমেন্টের আদলে
পালাক্রমে রং বদল।

সাদা ডায়রিতে লিখে উঠে
চলমান সনদ পত্র।
প্রাপ্তি অপ্রাপ্তি যাপিত প্রজ্ঞার প্রতিফলন
অবলুন্ঠিত স্বপ্নের বাড়ি।

চারিদিকে লাশের গন্ধ
লোমহর্ষক কদাকার ইতিহাস
প্রলয়ংকরী বহমান সময়
মহাকালের ঘন্টা বেজে উঠে
ক্রমান্বয়ে শত বাড়ি।

সহশ্র সাধনার তীব্র জ্বলুনিতে
নিত্য ভাঙা সরব আরঙে
নিঝুম আকাশ নন্দিনীর
উপঢৌকন পল্লবিত বাড়ি।

বিষাক্ত বাতাস মিথ্যে মোহ
নিরন্তর ছুটে চলা।
স্বার্থের লড়াইয়ে
বাস্তবতার মুখোমুখি
লোনা শ্রোতের পরিধিময় বাড়ি।

বিবেকের ঘর তালাবন্দী
প্রকম্পিত অস্তিত্ব,
গিরিগিটির মতো রং বদলানো
মেতে উঠা উম্মাদনা।
অদ্ভুত ছাদ গুলো
মেঘের স্পর্শের নেশায় মাতোয়ারা।
অলিতে গলিতে বিচিত্র রুপায়নে
আকাশ চুম্বী বাড়ি।

রাতের অমানিশার আলিঙ্গন
কৃত্রিম কিরণ দৃষ্টির সীমানায়।
জলন্ত আর্তনাদ বাকরুদ্ধ
আঘাতের জলশ্রোত,
রক্তক্ষরণ লেলিহান শিখা
ক্ষুয়ে নুয়ে একাকার।
শান্তির মোহনায় চাওয়া
একটা মনের বাড়ি।

নিস্তব্ধতা ঝিরিঝিরি সুবাতাস
হৃদয়ের আঙিনায় মায়ার বিচরণ।
নক্ষত্রের স্বপ্নে বিভোর মনের বাড়ি।

নিমগ্ন চিত্তের উপলব্ধি
প্রশান্তমনা রোদ্দুর জানালা।
শিশির ভেজা সবুজ ঘাস
হীমশীতলতা বৃক্ষরাজ ফুল।

কুয়াশার চাদরে ঢাকা মেঘের ডানা
ভোরের সুখের কলতান।
রজনীগন্ধার অপরূপ সৌন্দর্য
আলতো মিষ্টি রোদে ঝলমলে মনের বাড়ি।

প্রত্যহ সেখানে
আলোক রশ্মি বাতায়নে
ভালোথাকার,ভালোবাসার
অক্সিজেন বহমান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“কবির দায়বদ্ধতা”

  ডাঃ বাসুদেব পোদ্দার কবি এই পৃথিবীর কাছে দায়বদ্ধ কবি দায়বদ্ধ সমাজের ...