সর্বশেষ সংবাদ

মোঃএমরুল ইসলাম – নরসিংদী প্রতিনিধি::

সারাদেশের মতো নরসিংদীর মনোহরদীতে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম,দিশেহারা ক্রেতারা। নরসিংদী জেলার কয়েকটি বাজারে সরেজমিনে গিয়ে ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, মনোহরদীতে লাগামহীনভাবে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। যার ফলে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

 

বাজারে গেলেই দেখা যায়,গতকাল যে নিত্যপণ্যের দাম ২০ টাকা আজকে তা ৪০ টাকা।বর্তমান বাজারে কাঁচা মরিচ কেজি-২৮০ টাকা,আলু কেজি-৬০ টাকা,পেঁপে-কেজি ৫০ টাকা,করলা- ৯০-১০০ টাকা,বেগুন- কেজি ৭০-৮০ টাকা,টমেটো কেজি-১৩০-১৫০ টাকা,পটল-৪০-৫০ টাকা,শসা কেজি-৯০-১০০ টাকা,ডিম-৬০ টাকা হালি,পেঁয়াজ কেজি-৯০-১০০ টাকা,রসুন কেজি-২৬০-২৮০ টাকা। এছাড়াও চাল-ডাল,তেলসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সাধারণ ক্রেতারা আরো জানান,আমরা নিম্ন আয়ের মানুষ, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক ভাবে জীবন-যাপন করা আমাদের কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

প্রতিনিয়ত আমরা যে পরিমাণ উপার্জন করি,তার চেয়ে দ্বিগুণ খরচ করতে হয়। বর্তমানে বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম শুনলেই আমরা দিশেহারা হয়ে পড়ি। নিত্যপণ্যের দামবৃদ্ধির ব্যাপারে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন,আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যে পণ্যগুলি আমরা বেশী দামে ক্রয় করি,তা আমরা বেশী দামে বিক্রি করি। তা ছাড়া এ মৌসুমে পর্যাপ্ত পরিমাণ তরী-তরকারী পাওয়া না যাওয়ার কারণে তরী-তরকারীর দাম বৃদ্ধি পাচ্ছে।

 

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে তো আমাদের কোন হাত নেই । লোকমূখে শুনি বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে,যদি তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় তাহলে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীসহ জন-সাধারণ উপকৃত হতো। এমতাবস্থায় ক্রেতারা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী,বাণিজ্য প্রতিমন্ত্রী,স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...