সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / যুবককে পিটিয়ে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

যুবককে পিটিয়ে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

এস আলম ,টাঙ্গাইল প্রতিনিধি::
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের যুবক ইসমাইল হোসেনকে পিটিয়ে হত্যা করার মামলায় চারজনকে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার(৩০ জুন) টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হচ্ছেন- ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে শামসু(৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান(৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি দাস(৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল(৩২)। দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।
মামলার বাদি পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল বাছেত জানান, ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন(২৫) বিগত ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে কেনাকাটা করতে যান। হাটে যাওয়ার পর দণ্ডিত ব্যক্তিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধরে নিয়ে যায়। তারা ইসমাইলকে আটকে রেখে মারপিট করায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে তাকে একটি ভ্যান গাড়িতে তুলে দণ্ডিতরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হয়। পথে ইসমাইলের মৃত্যু হলে দণ্ডিতরা মরদেহ নরিল্যা কলেজের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেয়। দুইদিন পর স্থানীয় লোকজন ওই মরদেহ দেখতে পায়।
পুলিশ মরদেহ উদ্ধারের পর ইসমাইলের স্বজনরা সনাক্ত করে। ওই বছর ২০ মে নিহত ইসমাইলের বড় ভাই ইব্রাহিম বাদি হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারী কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রোববার রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত চারজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

এই রাজশাহী অফিস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার দায়ে গণপিটুনিতে ...