সর্বশেষ সংবাদ
Home / শিক্ষা / নরসিংদীতে উৎসবমূখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

নরসিংদীতে উৎসবমূখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

নরসিংদী প্রতিনিধি::

নরসিংদীর মনোহরদীতে উৎসবমূখর পরিবেশে ১ম দিনের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩০ জুন) সারাদেশের মতো উপজেলার কোড নং ১৯৩ খিদিরপুর কলেজ কেন্দ্রে মূলকেন্দ্র সহ একটি ভেন্যুতে সকাল ১০ টায় ১ম দিনের পরীক্ষা শুরু হয় এবং সুষ্ঠু ও সুন্দরভাবে দুপুর ১ টায় শেষ হয়।

 

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খিদিরপুর কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকুজ্জামান সাংবাদিকদের জানান,খিদিরপুর কলেজ মূল কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা-৩৫৯ জন,অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা-০৬ জন,খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা-২৮০জন,অনুপস্থিত পরীক্ষার্থীদের সংখ্যা-০৫ জন।তবে অনুপস্থিত শিক্ষার্থীরা কেন পরীক্ষায় অংশগ্রহণ করেনি এ বিষয়ে আমি পুরোপুরি অবগত নয়।

এ সময় তিনি আরো জানান,পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সুপার,সহকারী হল সুপার এবং কক্ষ পরিদর্শকের সমন্বয়ে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং বাকী পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না:ঢাবি শিবির সেক্রেটারি

  স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল ...