সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামে প্রবাসীর উদ্যােগে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামে প্রবাসীর উদ্যােগে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধি::

 

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী মোকামবাড়ী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দ্যা গনী গ্রুপের চেয়ারম্যান সাদিক গনীর উদ্যােগে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন ও সমাজকর্মী দুদু মিয়ার সার্বিক সহযোগিতায় শ্রীরামসী এলাকার দুই শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার বেলা ২ টায় শামছুননেছা সুপার মার্কেটে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবক দুদু মিয়া, শায়েখ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ,  সমাজকর্মী আনছার আলী, জামাল উদ্দিন, জানে আলম বাদশা।

বক্তরা দ্যা গনী গ্রুপের চেয়ারম্যান সাদিক গনীর এ মহতী উদ্যােগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এসময় শ্রীরামসী গ্রামের আওয়াল মিয়া, বাবুল হোসেন, হাবিব মিয়া, শায়েখ আহমদ, মামুন আহমেদ, বাদশা মিয়া, জুলফিকার আলী ভূট্রো, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জামিল ইফতি, হামিদুর রহমান,

জুবেল আহমদ, সুয়েব আহমদ, সানোয়ার আহমদ, সুহেল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শ্রীরামসী এলাকার ২ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...