সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / জগন্নাথপুর উপজেলায় ৩ টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে উপ-নির্বাচন ঘোষণা

জগন্নাথপুর উপজেলায় ৩ টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে উপ-নির্বাচন ঘোষণা

জগন্নাথপুর,সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩টি ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে উপ- নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন।এর মধ্যে  সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪ ও ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৭ জুন বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সাক্ষরিত একটি পরিপত্রে প্রজ্ঞাপন জারি করে এই উপ- নির্বাচন ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচন অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জানা যায় গত ১৪ অক্টোবর ২০১৯ সালে  উপজেলার মীরপুর ইউনিয়নের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো সে অনুযায়ী ৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান সহ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে  মীরপুর ইউনিয়নে নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

অন্যদিকে স্ব স্ব পদ ত্যাগ করায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪ ও৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, এবং দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অভিযোগে পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যকে অপসারণ করে এই ওয়ার্ডগুলোতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...