সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / বঙ্গবন্ধু সেতু‌তে ৪ কো‌টি টাকার রেকর্ড টোল আদায়

বঙ্গবন্ধু সেতু‌তে ৪ কো‌টি টাকার রেকর্ড টোল আদায়

 

বিডি বাংলা ডেস্ক:

বঙ্গবন্ধু সেতু‌তে ৪ কো‌টি টাকার রেকর্ড টোল আদায়
ঈদযাত্রায় এবছর স‌ব্বোর্চ সংখ‌্যক পরিবহন বঙ্গবন্ধু সেতু দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে।

ফ‌লে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌ টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৭০৮টি। এর বিপরী‌তে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এটি স‌ব্বোর্চ সেতু‌তে টোল আদা‌য়ের হার ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ।

এর আগে ২০২৩ সা‌লে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর হ‌তে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপ‌রীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টার পর হ‌তে শুক্রবার (১৪ জুন) রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু ২৪ ঘন্টায় ৫৩ হাজার ৭০৮টি প‌রিবহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা

এরম‌ধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হ‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ৩৩ হাজার ২৫‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং প‌শ্চিম টোলপ্লাজা পার হ‌য়ে ঢাকায় গি‌য়ে‌ছে ২০ হাজার ৬৮৩‌টি পরিবহন। এতে প‌শ্চিম‌ টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

সেতু‌তে ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হ‌য়ে‌ছে ১২ হাজার ৮৭১টি, ট্রাক ১০ হাজার ৭৬০‌টি, ছোট-বড় প‌রিবহন ১৯ হাজার ৮৭২‌টি এবং মোটরসাইকেল পার হ‌য়ে‌ছে ১০ হাজার ১০৫‌টি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স‌ব্বোর্চ সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ঈদযাত্রার আরো দুদিন সেতু‌তে টোল আদায় হ‌বে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...