সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / প্রকৃতির রং

প্রকৃতির রং

 

ডাঃ বাসুদেব পোদ্দার

কে বানালেন এই প্রকৃতি
এত সুন্দর মনোহর,
কে করেছেন এমন সৃষ্টি
কে তিনি এই আজব কারিগর।।

আকাশ বাতাস বৃক্ষরাজি
সবুজ শ্যামল সোনার ফসল,
নদী সাগর পুকুর ডোবা
হাজার রঙের বাহারি ফল।।

নীল আকাশ আর রংধনু রং
চন্দ্র সূর্য গ্রহ তারা,
পাহাড় ঝর্ণা পাখির ডাক
হয়ে যাই মুগ্ধ আত্মহারা।।

মেঘের গর্জন আকাশের ক্রন্দন
প্রকৃতির লীলায় চলছে ভুবন,
তাপীত ভূমি হয় শান্ত
ধরনী শীতল নামে প্লাবন।।

ফুলের শোভায় মন উতলায়
কবি লিখেন কবিতা,
প্রিয়জনের গলার মালা
নয়তো ফুলের জীবন বৃথা।।

মানুষ প্রকৃতির সেরা উপহার
সৃষ্টির সেরা স্রষ্টার দান,
মানুষ কি বুঝে সবি যে স্রষ্টার
মানুষ তো বড় বেইমান।।

প্রকৃতির লীলা প্রকৃতির খেলা
বুঝিবারে পারে মোরা কজন,
প্রকৃতির অধীনে ভুল ত্রুটি যত
প্রকৃতির প্রভাবেই যত সৃষ্টি সৃজন।।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“ব্যর্থ পুরুষ”

ডাঃ বাসুদেব পোদ্দার গাড়ি বাড়ি অর্থ করি নেই বলে আজ ব্যর্থ পুরুষ, ...