সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১২ সালের বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা মূলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘বর্ডারহাট এলাকায় পণ্য চোরাচালানের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।’

জানা গেছে, মিরন মো. ইলিয়াস উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব। তিনি বর্তমান মেয়াদে সদর ইউনিয়নের চেয়ারম্যান ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ  ও গাছের চারা বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি :   “শান্তি শৃঙখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই প্রতিপাদ্য বিষয়কে ...