সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ময়মনসিংহ বিভাগ / জামালপুরে কালেকশন পয়েন্ট কমিটি এবং কৃষকদের মধ্যে বার্ষিক অগ্রগতি সভা অনুষ্ঠিত

জামালপুরে কালেকশন পয়েন্ট কমিটি এবং কৃষকদের মধ্যে বার্ষিক অগ্রগতি সভা অনুষ্ঠিত

 

ডা. আজাদ খান,
জামালপুর জেলা প্রতিনিধি:

মঙ্গলবার (১১ জুন/২৪) দুপুরে কালেকশন পয়েন্টের কমিটি ও শতাধিক কৃষক কৃষাণীর অংশগ্রহণে জামালপুর লক্ষীরচর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট-এর একটি প্রকল্প
কালেকশন পয়েন্ট মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি লাষ্ট মাইল (M4L) এর আয়োজনে কালেকশন পয়েন্ট কমিটি এবং কৃষকদের মধ্যে বার্ষিক অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মার্কেট ফেসিলেটিটর মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি লাষ্ট মাইল (M4L) মোসাম্মত সালেহা বেগম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর আলী, সভাপতি যথার্থপুর কালেকশন পয়েন্ট।

পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান।

অগ্রগতি সভায় প্রধান অতিথি বলেন কালেকশন পয়েন্টের উন্নতিকল্পে কৃষক ও কালেকশন পয়েন্ট কমিটি একত্রে কাজ করতে হবে এবং স্মার্ট কালেকশন পয়েন্ট গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কালেকশন পয়েন্টের কৃষকের অগ্রগতি ও নানা সুবিধার প্রসঙ্গে মূল্যবান বক্তব্য রাখেন যথার্থপুর কালেকশন পয়েন্টের সাধারণ সম্পাদক দুখু মিয়া।

আরো বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি হাকেজ উদ্দিন প্রমুখ।

সভায় কালেকশন পয়েন্টের জবাবদিহিতা, সচ্ছতা এবং কৃষকদের জন্য আরও কি কি সেবা দেওয়া যায় সে ব্যাপারে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আড়াইশ বছরের ঐতিহ্য টিকিয়ে রাখতে কোরবানির মাংস দেড় হাজারের উপরে ভাগ করা হয় ময়মনসিংহে

  সদরুল আইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে ঈদ উল ...