সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / অমানুষের এত দাম

অমানুষের এত দাম

 

….. ডাক্তার বাসুদেব পোদ্দার

আমরা কোথায় দাঁড়িয়ে আছি
একবিংশ শতাব্দীর আধুনিক সভ্যতায়
নাকি দ্রুত অগ্রসর মান কোন এক
অন্ধকার অসভ্য সমাজের ভয়ানক গুহায়

বাহ্য বেশি কেউ মোরা বিশাল দানবের
তোমরা মহা ধার্মিক রুপে
গিলি গিলে খাচ্ছি
সভ্যতা মানবতা
গড়ছি সম্পদের পাহাড়

মানবতা আজ শৃঙ্খলিত অবরুদ্ধ
ওইসব মুখোশধারির কনডেম সেলে

সমাজের ওইসব নরকীট প্রখ্যাত বিখ্যাতপূজনীয়,যাদের কবলে নিষ্পেষিত অতি সাধারনের জীবন

কোথায় যাব?
আজ যে হাল দেখি, হাসপাতালে নেই সেবা সেবা, নেই মানবতা
আছে সাধারণ মানুষের অর্থ কেড়ে নেওয়ার সু কৌশল

ধরে ধরে সাজানো বাহারি রংয়ের খাবার
হে প্রতিনিয়ত মানুষ কঠিন ব্যতীত আক্রান্ত হচ্ছে
জীবন হচ্ছে বিপন্ন
শুধু একশ্রেণীর মুখোশধারি মানবতাবাদী বলে আখ্যায়িত
অমান Called inhuman অর্থের পাহাড় গড়ছে

শিক্ষা সভ্যতার শাসন শৃঙ্খলা
কোথায় যাবেন সব জায়গায় সরিষার ভেতরে ভূত লুকিয়ে আছে কৌশলে

এই সমাজ কত সংকটে
নিতান্তই অযোগ্য লোকের হাতে
সমাজ রাষ্ট্র তথাবিশ্ব পরিচালনাৱ
দায়িত্ব ন্যস্ত
আজ ডুবু ডুবু পৃথিবীর সভ্যতামানবতার সেই তরীখানা

কোথায় যাবেনমন্দির গির্জা প্যাগোডায়সব জায়গায় অর্থ সংগ্রহের নব নব কৌশলআরবড়লোকের ভুড়ি ভোজন
চোখ ধাঁধানো আনুষ্ঠানিকতা

অসহায় আর্ত পিড়িতেরতের ক্ষুধার্তের খোঁজকেউ নিচ্ছে না
এ কোন ধর্মের চর্চা

স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান
কোথায় যাবেনসব জায়গায় দেখি বাণিজ্য চর্চা

তাহলে আমাদের প্রজন্ম কি শিক্ষা নেবে
তাদের হাতে কি এই বিশ্ব পরিচালনা
কখনো নিরাপদ মনে হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“ব্যর্থ পুরুষ”

ডাঃ বাসুদেব পোদ্দার গাড়ি বাড়ি অর্থ করি নেই বলে আজ ব্যর্থ পুরুষ, ...