সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / পঞ্চগড়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

পঞ্চগড়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ এনামুল হক – পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এখন কোনো কাজের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে হয়রানি হতে হয় না। অনলাইনেই হাতের কাছেই সকল সেবা পাওয়া যায়। আগে জমির খতিয়ান, নামজারিসহ সকল কাজের জন্য জনগণকে অনেক সময় ব্যয় করতে হতো। কিন্তু এখন ঘরে বসেই কম সময়ে কোনোরকম ঝামেলা ছাড়াই স্মার্টলি ভূমির যাবতীয় কাজ সম্পাদন করা যায়। বর্তমান ভূমিসেবা স্মার্ট ভূমিসেবায় পরিণত হয়েছে।

সভা শেষে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমির ৩৯ জন মালিককে ৪৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। পরে অতিথিরা ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আগামী ১৪ জুন পর্যন্ত স্টলগুলোতে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, ডিসিআর ও খতিয়ান প্রদান, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত হস্তান্তরসহ ভূমি সংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করা হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...