সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / সোহাগ-সুমনা দম্পতির হিরন্ময় বিয়ে বার্ষিকী আজ

সোহাগ-সুমনা দম্পতির হিরন্ময় বিয়ে বার্ষিকী আজ

দেশবাংলা ডেস্ক:

মো: কায়সার আহম্মেদ সোহাগ। কোন এক বসন্তে হৃদয় সমর্পণ করেছিলে আয়েশা আহমেদ সুমনাকে।

সংসার জীবনের আঙিনায়, জীবনের জটিল মঞ্চে, সুখ দু:খের জীবন সৈকতে এক সাথে পার করছেন বেশ কিছু বসন্ত।এঁকেছেন অনাগত জীবনের ছবি।স্মৃতির ক্যানভাসে,মনের গহনে স্বপ্নের রঙতুলিতে সাজিয়েছেন সংসারের আঙিনা আর অনাগত জীবন।

জীবন ও বাস্তবতার সামনে দাঁড়িয়ে তারা হতে পেছেন একে অপরের পরিপূরক।জীবনের মহাসমুদ্রে যে নোঙর ফেলেছিলেন একদিন তা কোন দুরন্ত ঝড়ে উপড়ে যায়নি।বরং সময়ের জটিলতাকে পিছনে ফেলে এই জুটি জীবনকে এগিয়ে নিয়েছেন অনন্যমাত্রায়।

কায়সার আহম্মেদ সোহাগ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।সবার প্রিয়মুখ। সদালাপী প্রাণবন্ত উদিয়মান এক চির যুবক।রাজনীতি তাকে উপহার দিয়েছে যুগ্ন সাধারন সম্পাদকের পদ।২৮নং ওয়ার্ড সিরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিট, চকবাজার থানা,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগে তিনি সবার প্রিয় নেতা।

কর্মময় জীবন আর রাজনীতি একই সাথে সংসারের জটিল দায়িত্ব তিনি সামলে চলেছেন সমানতালে।তিন মেয়ে এক ছেলের জনক কায়সার আহম্মেদ সোহাগ সদালাপী প্রাণবন্ত রাজনীতির এক প্রিয়মুখ।

বিবাহবার্ষিকীর মাহেন্দ্রক্ষণ আজ তাদের জীবনে।পেছনে ফেলা আসা স্মৃতির সুরভীর নষ্টালজিয়ায় আজ আক্রান্ত কায়সার-সুমনা দম্পতি।উপহার হিসেবে পেয়েছেন বিধাতার দেওয়া ৪টি অনন্য গোলাপ।এই চার সন্তানকে ঘিরেই এখন তাদের স্বপ্ন বাসর।আগামীর স্বপ্ন সাজানা থরে থরে।

কোন একদিন জীবন ফুরিয়ে যাবে।পৃথিবী বিদায় জানাবে।কিন্তু কায়সার আহম্মেদ সোহাগের অনন্য রাজনৈতিক পথ চলা, মানুষ ও মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করার নজির আবেশ ছড়াবে ওই জনপদে অনেকটা সময়

দাম্পত্য জীবনের আঙিনায় আজকের দিনটি তাদের জীবনে শুধুই রঙিন।চির বসন্তে ভরা।মধুরতম স্বপ্ন দিয়ে ঘেরা।আজ স্মৃতির নষ্টালজিয়ায় হারিয়ে যাওয়ার দিন।মুখর সময়ের বৃন্তে গোলাপ হয়ে ফোটার অনন্য সময়।

হাজার বসন্ত ধরে ফিরে আসুক আজকের দিন।প্রেম আর ভালবাসার স্বর্গসুধা স্পর্শ করুক আজকের দিনটি অনাদীর বুকে বারবার।জীবন হোক স্বপ্নীল বসন্তের মায়াবী ইতিহাস।

বিবাহ তিথির হিরন্মময় মাহেন্দ্রক্ষণে ‘দৈনিক বর্তমান দেশবাংলা’ পরিবার সোহাগ-সুমনা দম্পতিকে একরাশ শুভ কামনা জানাচ্ছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...