সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / উপজেলা নির্বাচনে শাহজাদপুরে বেলা ১২ পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশ

উপজেলা নির্বাচনে শাহজাদপুরে বেলা ১২ পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে বেলা ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছন উক্ত নির্বাচনের উপজেলা কন্ট্রোল রুমের দ্বায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে।

তিনি আরও জানান, ১৪ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি, ০৪ সেকশন আনসার ব্যাটালিয়ন, র‍্যাব এর ০২ টি টীম, পুলিশের ৩৩ টি মোবাইল ও ০৩ টি স্ট্রাইকিং টীম সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করছে। তাছাড়াও সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলা নির্বাচনে ১ পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ৪,৬৩,১০০ জন ভোটার ১৬০ টি কেন্দ্রে ১৪০১ টি বুথে ভোট প্রদান করবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...