সর্বশেষ সংবাদ
Home / আদালত / রাজধানীতে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে হত্যা, দম্পতির যাবজ্জীবন

রাজধানীতে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে হত্যা, দম্পতির যাবজ্জীবন

 

বিডি বাংলা ডেস্ক:

রাজধানীতে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে হত্যায় নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। ১৮ বছর আগে মতিঝিল থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম তাদের সাজার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শিল্পী বেগম নামের এক গৃহকর্মী উত্তর কমলাপুরের কবি জসিম উদ্দিন রোডের মতিঝিল থানাধীন এলাকায় নজরুল ইসলামের বাসায় কাজ করতেন। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি তাকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর নজরুল ইসলামের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে শিল্পীর মা জানতে পারেন, বিভিন্ন অজুহাতে আসামিরা ভিকটিমকে ঘরের দরজা আটকে লোহার রড ও লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করেছে।

এর ৩ দিন পর শিল্পী মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা সিরাজুল ইসলাম মতিঝিল থানা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন ও কাউন্সিলর হাসিবুর

  আদালত প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা ...