সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

 

বিডি বাংলা ডিজিটাল ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

রোববার (১২ মে) সকাল ৯টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত এলাকায় ৪৮ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি নাগরিকের নাম আবুল কালাম (২৮)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন মিলে আবুল কালাম পণ্য আনার জন্য মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ঢোকে। একসঙ্গে বেশ কয়েকজনকে দেখতে পেয়ে গুলি করে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা। এসময় আবুল কালাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরে তার সঙ্গে থাকা অন্য বাংলাদেশিরা এসে তার পরিবারকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে গুলিতে সদর ইউনিয়নের এক বাসিন্দা মারা গেছে। লাশ আনার জন্য নিহতের ভাই সেখানে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে একজন নিহত হয়েছেন। তিনি হয়তো চোরাকারবারি ছিল, না হলে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে কেন যাবে?

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তলিয়ে গেছে কক্সবাজার শহরের ৯০ শতাংশ এলাকা

  নিজস্ব প্রতিনিধি: প্রধান সড়কের বাজারঘাটা, টেকপাড়া, বাস টার্মিনাল, কালুরদোকান, বৌদ্ধমন্দির সড়কসহ ...