সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / পটুয়াখালীতে মহাসিন জোমাদ্দার কর্তৃক সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন 

পটুয়াখালীতে মহাসিন জোমাদ্দার কর্তৃক সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন 

পটুয়াখালী প্রতিনিধি
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহাসিন জোমাদ্দার কর্তৃক সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় তিন গ্রামের কৃষকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। রোববার বেলা ১২টায় দশমিনা উপজেলার পূর্ব লক্ষ্মীপুর ঈদ গা মাঠের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী দেড় শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের অংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য দেন- সোহেল আহম্মেদ প্যাদা, আব্দুল মালেক গোলেনতাজ,  ইন্দিস আহম্মেদ সিকদার, আলী আকব্বার গাজী, শাহ আলম, রহমান গাজী, হাফেজ প্যাদা, মস্তোফা মৃধা, আলী আহম্মেদ গাজী, রাফিউল গাজী, মজিবুর রহমান গাজী, মনির গাজী, কবির গাজী, ফিরোজ মৃধা, জাহিদ সিকদার, ফজলুল হক গোলেনতাজ, নূর মোহাম্মদ সিকদার, হাবিব সিকদার, শোনালী মুসুল্লি, জামাল মুসুল্লি, রফিজুল মুন্সি, জামাল মাতুব্বর, শহিদ মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সি, মোহাম্মদ মুন্সি, সেকান মুন্সি, আবুল মুন্সি ও আবুল বাশার।
বক্তব্যে বলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মহাসিন জোমাদ্দার সরকারি খালে বাঁধ দিয়ে মাছ শিকার করার কারনে পূর্ব লক্ষ্মীপুর, কাটাখালী ও গোলখালী গ্রামের কৃষকের কৃষি কাজে ব্যাঘাত করেন। দ্রুত সময়ের মধ্যে এ খাল অবমুক্ত করার দাবিও জানান তারা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

এই রাজশাহী অফিস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার দায়ে গণপিটুনিতে ...