সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / বোয়ালমারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন ৬ জন

বোয়ালমারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন ৬ জন

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিভিন্ন পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র ফরম জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ৯ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের অনলাইনে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে কয়েকজন প্রার্থী শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের কার্যালয়ে প্রতীকী মনোনয়নপত্র জমা দেন।

এতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। জমাদানকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা লিটন ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ’লীগের সদস্য রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এম এম শাফিউল্লাহ্ (সাফি), মো. শফিকুল হক টিপন মিয়া, আসাদুজ্জামান পরশ সিকদার ও মো. জোবায়ের হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, ঝর্ণা বেগম, মণিকা রাজবংশী, মোছা. শাহনাজ বেগম, পারভীন রহমান, কাজী সালমা শাহিন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, তাফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৪ উদযাপিত

  মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৪ পালন ...