সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ময়মনসিংহ বিভাগ / ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন ও পাঠদান

ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন ও পাঠদান

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ সদরের প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধি করে শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নেওয়ার নানামুখি কর্মযজ্ঞ চলছে। জেলা সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের ধারাবাহিক উপস্থিত, পরিদর্শন পাঠদান চলছেই।

উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন সদর উপজেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছে।

চলতি সপ্তাহের ভাবখালী, চরনিলক্ষিয়া,কুষ্টিয়া,
খাগডহর সহ মগরীর কয়েকটি বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার্থীদের পাঠদান করেন, শিক্ষকদের সাথে মত বিনিময় করেন, এমএমসি সদস্যদের নিয়ে বিদ্যালয় উন্নয়নে কর্ম পরিকল্পনা গ্রহনে প্রধান শিক্ষকদের তাগিদ দেন।

বুধবার (৮মে) শিক্ষা অফিসার মনিকা পারভীন সদরের রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে অনুরুপ শিক্ষার্থীদের পাঠদান করেন।

পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, সত্যবাদিতা, স্বাস্থ্য বিধি সম্পর্কে আলোকপাত করেন। শিক্ষকরা জানান উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন স্যারের সদর উপজেলায় যোগদানের পর থেকে দৃশ্যতঃ সদরের প্রাথমিক শিক্ষা অনেক অনেক উচ্চতায় পৌছেছে।

অত্যন্ত দায়িত্বশীল, কর্তব্যপরায়ন সৎ শিক্ষা অফিসার হিসেবে নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে সক্ষম হওয়া এই শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব শিক্ষা অফিসারের সুনাম নষ্টে এক শ্রেণির মহল তৎপর।

শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান- আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকর্মি সহকারী শিক্ষা অফিসারদের সহযোগিতা বিশেষ করে ভিপিই ও স্যারের সার্বক্ষনিক শিক্ষা বিষয়ক সহযোগিতা পেয়ে থাকি। সর্বপরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও স্যার) প্রাথমিক শিক্ষা উন্নয়নে সদর উপজেলার জন্য আন্তরিক তিনি সর্বদা সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আড়াইশ বছরের ঐতিহ্য টিকিয়ে রাখতে কোরবানির মাংস দেড় হাজারের উপরে ভাগ করা হয় ময়মনসিংহে

  সদরুল আইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে ঈদ উল ...