সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / উপজেলা পরিষদ নির্বাচনে গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান হলেন বেলাল উদ্দীন

উপজেলা পরিষদ নির্বাচনে গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান হলেন বেলাল উদ্দীন

মিলন হেমব্রম – গোদাগাড়ী, রাজশাহী প্রতিনিধিঃ

উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান হলেন বেলাল উদ্দীন সোহেল। বুধবার রাতে ভোট গনণা শেষে ফলাফলে বেসরকারীভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাচনে ‘দোয়াত-কলম’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৮৮ ভোট। বিজয়ী সোহেল উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ‘কাপ পিরিচ’ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩২৮ ভোট।

গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদেও সাবেক সদস্য রবিউল আলম ‘আনারস’ প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ১৩৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) কাস্টমস গোয়েন্দা সুন্দন দাস রতন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৫ ভোট ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মার্কনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৩০ ভোট। বুধবার সকাল থেকে উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কোথাও কোন অঘটন ছাড়াই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার ‘তালা’ প্রতীক নিয়ে ৩২ হাজার ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্য তিন প্রার্থীর মধ্যে ‘চশমা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাজমুল হক পেয়েছেন ২৩ হাজার ৪১৫টি ভোট, ‘টিয়া পাখি’ প্রতীক নিয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালমান ফিরোজ ফয়সাল পেয়েছেন ২৮ হাজর ৪৭৫টি ভোট, ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে আদিবাসী গবেষক নেতা মিঃ হুরেন টুডু পেয়েছেন ১৫ হাজার ৮২টি ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৮৬৭টি ভোট। ‘ফুটবল’ প্রতীক নিয়ে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কৃঞ্চাদেবী পেয়েছেন ৪৫ হাজার ৭৭৬টি ভোট।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নওগাঁর ধামইরহাটে পরিকল্পনা প্রতিমন্ত্রী জাতীয় উদান আলতা দিঘী পরিদর্শন ওবৃক্ষ রোপণ

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :   নওগাঁর ধামইরহাটে ১৭ ই জুলাই বিকেলে ...