সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / চট্টগ্রাম নগরীতে চুরি ছিনতাই বন্ধে সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশের অগ্রণী ভূমিকা, চলছে সাঁড়াশি অভিযান

চট্টগ্রাম নগরীতে চুরি ছিনতাই বন্ধে সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশের অগ্রণী ভূমিকা, চলছে সাঁড়াশি অভিযান

এম হাসান ইমাম বাচ্চু ( চট্টগ্রাম ব্যুরো) :
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার বিভিন্ন স্পটে থাকা ছিনতাইকারী কিশোর গ্যাং সহ বিভিন্ন টানা ও মলম পার্টির সক্রিয় সদস্যদের ঘুম হারাম করে দিয়েছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

পুলিশের একের পর এক সাঁড়াশি অভিযানে ছিনতাইকারী সদস্যরা এবং তাদের শেল্টার দেয়া সদস্য সহ গ্রেপ্তার হওয়ায় এলাকার বিভিন্ন স্থানে ছিনতাই প্রায় বন্ধ হয়ে গেছে. এতে পাঁচলাইশ মডেল থানা পুলিশ প্রশংসার দাবিদার বলে জানায় এলাকাবাসী জনগণ ও ব্যবসায়ী মহল। বেশ কিছু ছিনতাইকারী ইতিমধ্যে পাঁচলাইশ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়াতে অন্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছে বলে জানা যায়।

অনুসন্ধানে জানাযায় পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুর বদ্দারহাট ষোলশহর দুই নম্বর গেট ফরেস্ট গেট জিইসি’র মোড় প্রবর্তক ও ওয়ালি খাঁ মসজিদ মোড় এলাকায় প্রায় প্রতিদিন সন্ধ্যা নামলেই ছিনতাইকারীরা বিভিন্ন স্থানে ভাগ হয়ে অবস্থান নেয়. এতে রাস্তায় চলাচল কারী পথচারী এবং যানবাহনে থাকা যাত্রীদের কাছ থেকে মোবাইল’সহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। এতে বিভিন্ন সময় চিন্তাইকারীদের হাতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া লোকজন চিন্তাইকারীদের হামলার শিকার হয়ে আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...