সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / শিবগঞ্জে পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠিত

শিবগঞ্জে পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠিত

আলামিন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : পুলিশই-জনতা জনতাই পুলিশ এ স্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে পুলিশের ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ফেব্রুয়ারি) বিকালে অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু মিয়া, চককীর্তি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক, বাল্যবিবাহ,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সুদের চাপ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

  মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সুদের টাকার চাপ সইতে না পেরে দিনাজপুরের ...