সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / সিএমপি চট্টগ্রাম পাহাড়তলী থানা, পুলিশের অভিযানে ১টি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার সহ গ্রেফতার ১ এম হাসান ইমাম বাচ্চু – চট্টগ্রাম ব্যুরো ঃ

সিএমপি চট্টগ্রাম পাহাড়তলী থানা, পুলিশের অভিযানে ১টি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার সহ গ্রেফতার ১ এম হাসান ইমাম বাচ্চু – চট্টগ্রাম ব্যুরো ঃ

সিএমপি চট্টগ্রাম পাহাড়তলী থানা, পুলিশের অভিযানে ১টি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার সহ গ্রেফতার ১ এম হাসান ইমাম বাচ্চু – চট্টগ্রাম ব্যুরো ঃ

উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), সিএমপি, চট্টগ্রাম নিহান আদনান তাইয়ান এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (পশ্চিম), সিএমপি, চট্টগ্রাম মোঃ আশরাফুল করিম এবং (এসি)- পাহাড়তলী জোন- মোঃ মঈনুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় এবং মোঃ কেপায়েত উল্লাহ, পিপিএম অফিসার ইনচার্জ, (ওসি) পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে এস.আই সুফল কুমার দাশ, সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান করাকালীম সগরিকা মোড় এলাকায় অবস্থানকালীন ইং ২১ ডিসেম্বর ২৩ ইং রাত ৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, পাহাড়তলী থানাধীন এ কে খান মোড়স্থ পাহাড়তলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরন অফিসের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর উপর জনৈক ব্যক্তি অস্ত্র গুলি সহ নিজ হেফাজতে রাখিয়া অবস্থান করিতেছে। ২১ ডিসেম্বর ২৩ ইং রাত রাত ৪.৪৫ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন এ কে খান মোড়স্থ পাহাড়তলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরন অফিসের পুরাতন গেইটের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এব উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১জন লোক কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাহাকে হাতে-নাতে আটক করা হয়। পুলিশ দেখে পালানোর কারন জিজ্ঞাস করিলে আসামী এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী’ গণের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামী মোঃ রাজু প্রঃ ক্যাডার বাজু (২৬) এর দেহ তল্লাশী করিলে আসামীর পরিহিত প্যান্টের ডান পাশে কোমরে গুজানো অবস্থায় ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক -এলজি এবং আসামীর পরিহিত প্যান্টের সামনে ডান পকেট হইতে ১টি হালকা খয়েরী রংয়ের কার্তুজ ২১ ডিসেম্বর ২৩ ইং তারিখ ৪.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামির হেফাজত হইতে উদ্ধারকৃত অস্ত্র ও-গুলির-বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পাহাড়তলী থানাধীন অলংকার ও একে খান বাস কাউন্টার এলাকাটি বিশাল জনবহুল এলাকায়, তথায় বাংলাদেশের দূর দূরান্ত হইতে বিভিন্ন শ্রেনীর ও পেশার মানুষ গমনাগমন করেন। যাত্রীদের গতিবিধি লক্ষ করে সুবিধামত যাত্রী পাইলে আসামীর হেফাজতে থাকা অস্ত্র ও গুলির ভয় দেখাইয়া যাত্রীদের টাকা, মুল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়। উক্ত ঘটনায় পাহাড়তলী থানার মামলা নং ১৬, তাং- ২১/১২/২০২৩ ইং, ধারা-19A The Arms Act, 1878 রুজু করা হইয়াছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এস.আই মোঃ মনির হোসেন কে নিয়োগ করা হইয়াছে।
থানার রেকর্ড প্রত্র যাচাই করে আসামি মোঃ রাজু প্রঃ ক্যাডার রাজু (২৬) এর বিরুদ্ধে ১। পাহাড়তলী থানার, মামলা নং-১৪/১৮৯, তারিখ-২৫ নভেম্বর ২০২০। ধারা-১৯(f) ১৮৭৮ সালের অঙ্গ আইন। ২। পাহাড়তলী থানার, মামলা নং-১৭/৩০, তারিখ-২৮ ফেব্রুয়ারি, ২০১৯: ধারা- ১৯(৪) (f) ১৮৭৮ সালের অস্ত্র আইন: ৩। পাহাড়তলী থানার, মামলা নং-১১৯, তারিখ-১৬ জুন, ২০১৭। ধারা- ১৯/৫) ১৮৭৮ সালের অস্ত্র আইন, ৪। আকবর শাহ থানার মামলা নং-১৯/৯, তাং-৯ জানুয়ারি ২০২২। ধারা-৩৯৪ দঃ বিঃ ১৮৬০১ ৫। পাহাড়তলী থানার, মামলা নং-১৩/১৮৮, তারিখ-২৫ নভেম্বর ২০২০ ধারা-৩৬(১) সারণির ১০০(৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ৬। আকবর শাহ থানার, মামলা নং-২৪, তারিখ-২৫ জানুয়ারি, ২০১৭: ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লেখিত মামলা রহিয়াছে – বিষয়টি নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে আদালতে শোপর্দ করা হয়েছে বলে জানান পাহাড়তলী থানার ইন্সপেক্টর তদন্ত রোজিনা ম্যাডাম ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...