সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / শিমরাইকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩

শিমরাইকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩

মোঃ রাকিব:

শিমরাইকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন শিমরাইকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হাজী হাবিবুর রহমান রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রন্থাকার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন (কানু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইঞ্জিনিয়ার মালিক সমিতির আহ্বায়ক রোটারি ক্লাবের সদস্য জনাব মনির হোসেন মনির বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক সিইও জাতীয় সাংবাদিক সংস্থার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এম, এ , আবু মুসা আরে উপস্থিত ছিলেন ফখরে বাঙ্গল মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সামাজ সেবক মো: জসিম উদ্দিন আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শাজাহান খান আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রকিব স্টাফ রিপোর্টার দৈনিক বর্তমান বাংলাদেশ, এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ কাউছার সাহেব বিশিষ্ট সামাজ সেবক উক্ত অনুষ্ঠান পরিচলনা করেন শিমরাইল দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহাদ আল জিসান। অনুষ্ঠানে সভাপতি নির্বাহী পরিচালক হাজী হাবিবুর রহমান রতন উনি উনার বক্তব্য বলেন শিমরাইল কান্দি বেসরকারি প্রাথমিক স্কুলের শুরু থেকে ইতিহাস ১৯৮৬ সালে প্রথম রংধুনু সাপোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবের মাধ্যমে গণ শিক্ষা আরম্ভ হয়। ২ বছর পর্যন্ত এই রংধুনু সাপোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হাবিবুর রহমান রতন সাধারণ সম্পাদক আশিক খানঁ সহযোগিতায় মৃত মুঞ্জ মিয়া আরো অনেকে। তারপরে রংধুনু ক্লাবের জায়গায় সংকোলান না হওয়াতে গঠন করেন। মানব কল্যাণ সংসদ শিমরাইল কান্দি, ১৬ বছর বিনাবেতনে শিহ্মা ও পাঠদান পরিচালনা করে আসছে। আসলো ১৯৯০ সাল শিমরাইল কান্দি পাল পাড়া মোড়ো প্রতিষ্ঠিত হয় স্যাটালাইট প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখান থেকে আরম্ভ হলো নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা দেওয়া হয়। ১৯৯৩ সালে মরহুম আল মামুন সরকার পরিদর্শন করতে আসে স্কুল এসে টেবিল চেয়ারে সংকলন ছিলোনা ওনি দেখে ২৫ জোড়া ব্যাঞ্চ অনুদান দেন। তারপরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কতৃক Unicef বস্তি উন্নয়ন প্রকল্প আরম্ভ হয়। এই পৌরসভার বস্তি প্রকল্প উন্নয়নে সি,ও ছিলো এম,এ আবু মুসা এবং এই শিমরাইল কান্দি ব্লকরে চেয়ারম্যান ছিলেন হাবিবুর রহমান রতন শিমরাইল কান্দি স্যাটালাইট প্রাথমিক বিদ্যালয়ের বস্তি তো উন্নয়নে প্রকল্প সি,ও এবং উক্ত স্কুলের প্রথম ডোনার এম,এ আবু মুসার মাধ্যমে ৬০ ফুট লম্বা ১৬ ফুট প্রস্থ পুরোটা স্কুল বিট পাকা করা হয়। এভাবে স্কুলের কার্যক্রম ১৪ বছর কার্যক্রম চালিয়ে আসছে। ২০০৬ পর্যন্ত উল্লেখ্য থাকে যে রাস্তার গ্যাস ফিল্ডের গাড়ি ঘুরাতে পারেনা বিধায় রাস্তা প্রসস্থ করার জন্য সরাতে হয়। পর্যায়ক্রমে স্কুল স্থান্তরিত করে বর্তমানে বশির আহমেদ মুস হাজী বাড়ি সংলগ্ন শিমরাইল কান্দি জামে মসজিদ রোডে অবস্থিত শিমরাইল কান্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীঘ্য ৩৩ বছর চলাকালে প্রতিষ্ঠতা লগ্ন থেকে শিমরাইল কান্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিতা নির্বাহী পরিচালক হাজী হাবির রহমান রতন ওনার স্কুল চলাকালের জীবন দশায় স্কুল ভালোভাবে এই পর্যন্ত ৬৬০ থেকে ৭০০ জন পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধা সম্পন্ন ছাত্র ছাত্রী বাহির হয় এদের মধ্যে কেউ কেউ সরকারি স্কুলের শিক্ষক এবং ভালো পর্যায় চাকরি করে আসছেন এবং উল্লেখযোগ্য শফিউল আলম রাব্বি গনিত শিক্ষক হিসাবে সাবেরা সোবাব স্কুলে আছেন এছাড়া আরও অনেকে ভালো ভালো জায়গায় আছে। উল্লেখ ১৯৯০ সাল হইতে ২০২৩ সাল পর্যন্ত দৈর্ঘ ৩৩ বছর পরিচালনা করে আসছে। ব্রাহ্মণবাড়িয়া ১১ নং ওয়ার্ড শিমরাইল কান্দি গ্রামে সর্বপ্রথম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে শিক্ষার আলো বিস্তার করেন এছাড়াও কৃষি ক্ষেত্রে উনার অবদান। তিতাস সিকম ম্যানাজর হিসাবে একাদারে ২০ বছর পরিচালনা করেন দ্বিতীয় সিকম বাতের খলা নামে পরিচিত বৃহত্তর পূর্বাঞ্চল মেরুরা মোজা অবস্থিত ১৫ বছর পরিচালন করেন ব্যবসার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া ইঞ্জিনিয়ারিং মালিক সম্মতির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন পদে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত বিভিন্ন সামাজিক সংগঠনের ভালো কাজের উদ্ভাবক হিসেবে কাজ করে আসছেন। সহযোগিতায় শিমরাইল কান্দি বেসরকারি প্রাথমিক স্কুলের প্রধান উপদেষ্টা মরহুম শেখ আব্দুল আহাদ। স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলের দিক নিদের্শনা দিয়ে আসছে এছাড়াও শিমরাইল কান্দি বেসরকারি প্রাথমিক স্কুলের নির্বাহী পরিচালক হাজি হাবিবুর রহমান রতন ওনার সহ ধর্মীনি হাসনা বেগম পর্দার আড়াল থেকে এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলের অবকাঠামো তৈরিতে স্কুলের শিক্ষকদের শ্রেণি পাঠদানে শিহ্মিকাদের সাথে কৌশল বিনিময় উৎসাহ দিয়ে আসছেন। স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন।

বর্তমানে শিমরাইকান্দি দক্ষিণ বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব এবং স্কুলের দায়িত্ব প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হাজী হাবিবুর রহমান রতন উনার সুযোগ্য সন্তান ফাহাদ আল জিসান কে বুঝিয়ে দেন এবং স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...