সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / হঠাৎ ডিবি কার্যালয়ে শামীম ওসমান

হঠাৎ ডিবি কার্যালয়ে শামীম ওসমান

রাজধানীর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

২৯ নভেম্বর দুপুরে তিনি ডিবি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন বলে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, অপরিচিত নম্বর থেকে কল করে শামীম ওসমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে ডিবিতে তিনি কী কারণে এসেছেন এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

গত ২০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলে অংশ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছিলেন, ‘গতকাল রাতে একটা অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন করে বলেছে, তোর মৃত্যু সামনে চলে আসছে।’

হত্যার হুমকির বিষয়ে শামীম ওসমান সেদিন বলেছিলেন, ‘কাদের মৃত্যুর ভয় দেখান? মৃত্যুর ভয় আমাদের দেখাবেন না। ১৬ জুন নারায়ণগঞ্জে ২০ জন মানুষ বোমা বিস্ফোরণে মারা গেছে। আমি সেদিন বেঁচে গেছি। আমি মনে করি, আমি সেদিনই মারা গেছি। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে। যারা আমাদের হুমকি-ধামকি দেয়, তাদের বলতে চাই আমরা কারও করুণা ভিক্ষায় স্বাধীনতা পাইনি। এটি পেতে অনেক ত্যাগ করতে হয়েছে। আমাদের পূর্ব পুরুষরা লড়াই করে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের পরবর্তী প্রজন্ম আমাদের মৃত্যুর ভয় দেখান? আমরা যারা পঁচাত্তরের ১৫ আগস্টের পরে রাজনীতি করতে আসছি, আমরা তৈরি হয়েছি মৃত্যুকে মারার জন্য। সেই মৃত্যুর ভয় আমাদের দেখাবেন না।’

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...